সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ঐতিহাসিক খায়বার ও এক বীরের বীরগাথা

ঐতিহাসিক খায়বার ও এক বীরের বীরগাথা -মুহাম্মদ সৈয়দুল হক সপ্তম হিজরি। প্রায় পনেরো’শ সঙ্গী নিয়ে নবীরাজের যাত্রা খায়বার অভিমূখে। লক্ষ্য, মক্কার মুশরিকদের মুসলিম বিরোধী ইন্দনদাতা ও সাহায্যকারী কুখ্যাত ইহুদিগোত্রের দশহাত নেয়া। ততদিনে ইসলাম রবি আলো ছড়াতে শুরু করে দিয়েছে। আগের মত নিরস্ত্র আর নির্জন নেই ইসলাম ভাণ্ডার। সাম্প্রদায়িক ও অশুভ শক্তির বিষদাঁত ভেঙ্গে দিতে হাতুড়ি-শাবালও মোটামোটি যোগাড় আছে। সবচে বড় হাতিয়ার ‘তাওয়াক্কালতু আলাল্লাহ’ ও ‘হুব্বে রাসূল (দ.)’ তো আছেই। সাথে এবার যুক্ত হয়েছে দুইশ অশ্বারোহী। মদিনা থেকে খায়বারের দূরত্ব আশি মাইল। দু’শ অশ্বারোহী ব্যাতীত বাকিরা পতাদিক। পদাতিক হলো যারা পায়ে হেঁটে চলে। একটু ভাবুন, আজ থেকে চৌদ্দ’শ বছর আগের কথা! কত রুক্ষ আর কঠিন ছিলো তখনকার পথঘাট। ঠিক সে সময় এদের কীসে দমাতে পেরেছিল? না সূর্যের প্রখরতা, না গরমের তীব্রতা! না পাথরের শক্ত গড়ন, না পথের দূরত্ব! ছিলো কী? কোন শক্তি এদের ঠিক অতটা উদ্যোমী, অতটা ত্যাগী আর অতটা ধৈর্যশীল বানিয়েছিলেন? ভাবুন, ভাবতে থাকুন...... চলতে চলতে একসময় গন্তব্যে পৌঁছে যায় মুসলিম বাহিণী। ঠিক যেখানে খায়বার অবস্থিত। হ্যাঁ, এরা মুসলিম ...