অপরিচিতা.....
-মুহাম্মদ সৈয়দুল হক
সেদিন খুব ভোরে জেগেছিনু যবে
চোখজোড়া খোলে মুক্তপাখির মত
দুহাত উঁচিয়ে কানজোড়া খাড়া করে
শুনেছিলাম কার আহ্বান
কোন এক অপরিচিতার তরে
সেদিন থেকে খুবটি করে রয়েছি যে পথ চেয়ে। আসেনি সে তবু, এই ডোরে কবু
রয়ে গেলো আশা অপুরান।
সেদিন গেয়েছিলাম যবে......
মাইক্রোফেনটা সামনে ধরে জোর গলায়
চেঁচিয়ে হৃদয়াবেগ মেখে
দূর হতে কেউ আড়াল থেকে দেখে
প্রশংসাবাণী পাঠিয়েছে এঁকে।
অতঃপর.....
সে অপরিচিতার পরিচয় না পেয়ে বিস্ময়
হয়েছিলাম ক্ষণে ক্ষণে
আজবদি সে হাল, গেলো চলে কত কাল
তবু গায় সে মনে মনে।
ওগো অপরিচিতা! হে গো কলমি লতা!
জানো তুমি, জানো?
পথিক সেজে পথের পানে চেয়ে আছি
তবে থেকে এখনো.........
[তিনমাস আগের। কাল্পনিক.....]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন