♥আপনার মাঝে♥
মুহাম্মদ সৈয়দুল হক
তোমাকে খুঁজেছি আকাশের ঐ নিলিমায়
তোমাকে খুঁজেছি দিগন্তের ঐ সিমানায়
নাই নাই নাই, তুমি কোথাও নাই।
তোমাকে খুঁজেছি রোদ্রদীপ্ত ঐ মেঘমালায়
তোমাকে খুঁজেছি বসন্তের ঐ জোসনায়
তুমি নাই নাই নাই, কোত্থাও নাই।
বৈকালের ঐ মৃদু হাওয়ায় খুঁজেছি তোমায়,
খুঁজেছি কত লগনের ঐ গোধুলি বেলায়,
কিন্তু তুমি নাই, নাই কোথাও নাই।
ঐ বয়ে যাওয়া নদীর ধারায় হেটে হেটে যায়,
চলতে চলতে কতই না খুঁজেছি তোমায়,
নাই তো কোথাও, নাই নাই নাই।
সোনালী আঁশের আলটি বেয়ে, কে দৌড়ায়?
তুমি ভেবে ছুটিলাম আনমনে তৎক্ষনায়!
কিন্তু হায় নাই,সেখানেও তুমি নাই।
কতই না খুঁজিলাম হায়!পৃথিবীর এ সিমানায়
আশ্চর্য! কোথাও খুঁজে পেলাম না তোমায়,
তুমি যে কোত্থাও নাই, নাইতো! নাই।
হঠাৎ....
আনমনে দৃষ্টি গেল আমার হৃদয় আঙ্গিনায়
দেখি তুমি হাসতেছ সেথা, বসে নিরালায়!
বললে পাগল!"আপনার মাঝে রেখে আমায়,
খুঁজতেছ কেন হন্য হয়ে মিছে দুনিয়ায়?......
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন