পড়ুন, হয়তো আপনার
সাথেও মিলে যেতে পারে___
লোকে ভাবে-
‘আমি এক বদ্ধ পাগল’
_মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~
নাই হাল, নাই চাল;
লোকে ভাবে- আমি
এক বদ্ধ পাগল!
যখন মন যা চাই-
করি অনর্গল।
নাই মোর, কোন সুর;
কখনো একা একা
কি যেন বলি
মন যেদিকে যায়-
একা একা চলি।
ভাবহীন, স্বমলিন;
কখনো রাতে জেগে
ঐ চাঁদ দেখা
উদাস মনে রোজ-
খুঁজি এক সখা।
তাকাই, অজানায়;
পথের প্রান্থে কভু
পলকহীন চোখে
ফিরে ফিরে যাই-
ঐ সপ্নালোকে।
মাঝে মাঝে-
মেঘের ভেলায় চড়ে
ভেসে যে বেড়াই
প্রকৃতির সাথে রোজ
মিলে মিশে যাই।
বলনা ললনা;
তবে কেন নয়-
‘পাগলা হৃদয়’?
কারণ ছাড়া বৈ
পাগল আমি হই?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন