মহান বিজয় দিবসের উপহার!
পড়ে দেখুন, তৃপ্তি শতভাগ নিশ্চিত...!
★★★গর্বিত মোরা লজ্জিত★★★
♥মুহাম্মদ সৈয়দুল হক♥
_______________১_______________
মোরা পেয়েছি স্বাধীনতাকে, মোরা গর্বিত
মোরা লভেছি বিজয়কে, মোরা গর্বিত।
মোদের প্রিয় গীত ‘আমার সোনার বাংলা’
‘চল্ চল্ চল্’ মোদের জয়ী কাফেলা
মোরা বুক চিড়ে রক্ত দিতে করি না’কো ভয়
মোদের বিজয় চির অভয়-অক্ষয়, চির বিস্ময়!
মোরা করি না’কো পরোয়া, হোক না নেতা সরোয়া
বেপরোয়া চরম লা-পরোয়া, স্বাধীনতাটাই মোদের চাওয়া।
অজস্র মহিয়সির সহস্র নারিত্ব নষ্ট করেয়েছে,
পঁচন ধরিয়েছে।
তবু, যায় নি কো দলে, বিষের ঐ ছোবলে
কভূ, লুকায়ে রহিনি কো অন্যায়ের আড়ালে।
বের হয়েছি রাজপথে, অস্ত্রহাতে দামান ছেলে
গেলে যাক, ধড়-প্রণ-শির যাক না চলে!
ঝরেছে অনেক ঝর ঝর ঝর রক্তমালা
তবু ভেঙ্গেছি, উপড়ে ফেলেছি বন্ধিশালা।
এসেছে বিজয় ঐ লাল-সবুজ রঙ্গে-রঙ্গিন হয়ে
গর্বিত মোরা, উল্লাসিত মহান ‘বিজয়’ পেয়ে।
_______________২_______________
লজ্জিত মোরা চরম লজ্জিত পরমভাবে
লজ্জিত এ কারণে, সত্যিই কি বিজিত কোনোভাবে?
নগরের ঐ রেল লাইন কিংবা অচেনা বস্তি
শহরের ঐ চেনা লোকালয়, আজো পেয়েছে কি সস্তি?
খাদ্যাভাবে আজো মরছে মানুষ বঙ্গস্থানে
দেখে এসো ঐ যে কাপন-শীতের বস্ত্রহীনে
খর্ব করেছে গর্বে ভরা ঐ মুক্তিযোদ্ধার বুক
বিজিত দেশের বিজয়ী ঐ আত্মা কি পেয়েছে সুখ?
অধিকার!
চিনিয়ে নিয়েছিল কত বঙ্গরূপি রাজাকার
রয়েছে আজো অনেক, যায় নি সে হাহাকার
দেশ দরদির বেশে তারা নিত্য নিচ্ছে চিনিয়ে
‘বিজয়’। ও বিজয় তারা খাচ্ছে দেখো চিবিয়ে!
বিজয় দিবস?
পালিত হচ্ছে দেখো নগ্ন নারীর নৃত্যে নৃত্যে
শহিদের মর্যাদা পদধলিত বেহায়াপনার ভৃত্যে!
বাহ্, ও কি চমৎকার!
দেখো দেখো ঐ ঝিকি-মিকি করছে শহীদ মিনার
কিন্তু আস্তপৃষ্টে যাচ্ছে তলে দেশ-প্রেমিকের জুতার!
প্রতিদান!
এক গুচ্ছ ফুল আর শ্রদ্ধাঞ্জলী
ফেইসবুক প্রোপাইল গুলির জাষ্ট জলাঞ্জলী।
কিন্তু ঐ যে শহিদ পরিবার অনাহারে রয়
তার খাদ্য-বস্ত্র-বাসস্থানের খবর কেবা লয়?
কেবা আর ‘বিজয়’ শব্দের মর্যাদাটুকু দেয়
এ দেশ আর আমরা, কতটা বিজয়ী সহজেই পরিমেয়।
গর্বিত মোরা বিজয়ী, লজ্জিত মোরা বিজয়ী
এ লজ্জাময় গর্ব খর্ব হোক বাঙ্গালির চিরস্থায়ী।
তারিখঃ১৬/১২/১২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন