♦আত্নরূপ♦
__এস.হক
অপরের দোষ খুঁজিতে ব্যস্ত
আত্নদোষ লুকায়িত
হই যে আমি পরিতৃপ্ত
করিয়া অন্যলোকে হেস্তন্যস্ত।
বসন-ভুষন দেখিয়া যাও মোর
বেশভুষায় সু-চতুর
বসলি কেন পাশে গফুর?
চেড়া কাপড় যে পরনেরে তোর!
আপনার তালে যে মাতিয়া চলি
হলেও সত্য জলাঞ্জলি
ইচ্ছে যাহা হয় তাহাই বলি
আঘাত দিতে কাহাকে নাহি ভুলি।
আকাজ কু-কাজ করিয়া বেড়াই
পর-অন্ন লুটিয়া খাই
চোর বলিয়া মারিতে যায়
চুরিলে কেউ অভাবের তাড়নায়।
নির্গুণি হয়েও আমি বেশ গুণবান
অতূল্য যে শান-মান
ক্ষমতার জোরে সবি সমান
ফারাক হইলেও জমিন-আসমান।
নোবেল পেতে পারি দাম্ভিকতায়!
১ম স্থান অলসতায়!
অতি চালাক মিথ্যা কথায়!
গলাবাজিতে যে আর তূলনাই নাই।
তবু আমি ভাল মানুষ সকলের ত্বরে!
মূলরূপ জানেনা রে!
মনুষ্যত্যের খোলস পড়ে
অমানুষিক সকল কাজ করি ইচ্ছাভরে............
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন