আত্নপ্রচার
--মুহাম্মদ সৈয়দুল হক
পাচ্ছে অনেক বাহবা দেখ
করছে অনেক দেশসেবা
কে বলিবে হায়রে আর
আত্নপ্রচার নিজসেবা!
রক্ত দিল হসপিটালে
ফেইসবুকে তা স্ট্যাটাস
রক্ত দেওয়া মহৎ কাজ
প্রচারে যার সর্বনাস!
ত্রান বিতরন সহায়হীনে
ঘুচানো শোক সুখহীনে
জনসেবা জনগণে
নিন্দিত তা প্রচারনে!
পূণ্যের ত্বরে গভির রাতে
‘উঠলাম আমি তাহাজ্জুতে’
সেল্পি সমেত নামাজেতে
পোষ্ট মারিলাম ফেইসবুকেতে!
অলি-আল্লার তথ্য সত্য
হতে মাওলার অনুগত্য
মশগুল সদা গহীন বনে
ইবাদতে মাওলার ধ্যানে!
গরুর মূল্য কয়েক লক্ষ
দেখুক মানুষ আমার শান
সবার চেয়ে অধিক আমি
সেরা আমার কোরবান!
আগের কাল খাইছে বাগে
রাতের ছিল ওমর ফারুক
মিডিয়া সমেত দানে ধনী
ডিজিটাল ধনী সবাই জানুক!
বর্তমানের খেল্-
সত্য মানুষ আছে যত
তারা এখন ফেল্
ভন্ডরা সব সমাজসেবক
পিছে তাদের প্রচার রেল!!!.......
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন