ইনতেজার
-মুহাম্মদ সৈয়দুল হক
আসবে হুজুর আসবে
ঐ আসনেই বসবে
গায়বে কুকিল কন্ঠে
আহা! দারুণ ছন্দে!
দেখবে সবে দেখবে
দেখলে তবেই বুঝবে
সে কি সুরের জাদু!
আ!! কন্ঠে প্রচুর মধু!
শুনছো কি তার বয়ান
কাঁপে জমিন-আসমান
যেই না ধরে লুরি
অমনি সবে চিৎপঠাং
খায় যে গড়াগড়ি!
আহা! সে কি মধুর হাড়ি!
ম্যা ম্যা সুরে; ধুর ছাই-
মা মা সুরের গানটাতে না
ভীষণ পাষাণ মনটাও না
কেঁদে ভেঙ্গে পড়ে
আহা! তাহার মধুর স্বরে!
আমার হুজুর তোমার হুজুর
সাত জনমের সেরা হুজুর
যুগের কামেল আচ্ছা হুজুর
জুট নেহি হ্যায়; সাচ্ছা জরুর
ইছ বা-ত তো শুননা’ই হোগা
হুজুর কি বা-ত আচ্ছা’ই হোগা!
বলরে তবে আসবে কবে
মিলেমিশে আসবো সবে
রাত না দুপুর; সন্ধ্যাবেলা?
মাঠে নাকি শিউলীতলা?
‘‘সানডে রাতে দশটা ত্রিশ
আসবে হুজুর ‘হেলির ব্রীজ’’।
ষাটহাজার এক টাকা দিয়ে
করছি ভাড়া অফিস গিয়ে
এলাম তোড়া অ্যাডভান্স দিয়ে
বিশহাজারী চেকের গায়ে
করেছে সাইন হাত বুলিয়ে
আসবে সবে আসবে?
দিন-দুনিয়া দুই জাহানের
রতন সেথা মিলবে..........
~~~~~~~~~~~~~~~~~~~~~
রবিবার রাত ঠিক দশটা ত্রিশ।
ঘড়ির কাটা এখন একত্রিশের দিকে টকটক টকটক করে ঘুরছে............. মাইকে আজও বাজছে-
আসবে হুজুর আসবে
একটু পরেই পৌঁছবে
ধৈর্যধরে শান্ত হয়ে
বসুন সবে আসন লয়ে
এসেই যাবেন হুজুর;
চেয়ে আছে পথের পানে
হয়ে সবে বিভোর....
ইনতেজার.........
ইনতেজার.........
ইনতেজার.........
দশ পেরিয়ে এগারোটা
বারো’র বাকি এই খানিকটা
নাই হুজুরে দেখা-হদিস
তবে কি বাটপার?
আর কতকাল নিরব পাবলিক
করবে ইনতেজার........?
বাড়লো এদিক পেটের ক্ষুদা
বিগড়ে গ্যাছে মাথা-মোথা
নিরব পাবলিক সরব হয়ে
রাগের মাথায় গালফুলিয়ে
দিলো গালাগাল
সব শালারা চিটিং-বাটপার
জন্মেতে ভেজাল!
কতৃপক্ষের বেহাল দশা
পায়না ফোনে হুজুর-দিশা
আয়োজন আর আলোচনার
সবখানি ছারখার
মানুষ সবের সভাত্যাগের
করছে ইনতেজার......................
বলো- দেরি কত ওগো মাবুদ
রাত্রি পোহাবার।
[বিঃ দ্রঃ ইহা একখান রইম্যকবিতা😜 ছবির দৃশ্য; ধুত্তুরি কবিতার ভাইষ্য সম্পূর্ণ কাল্পনিক! কারো কোন প্রিয় হুজুরের লগে ইহার কোন মিল পাওয়া গ্যালে পাবলিক; ধেৎ লেখক কোনভাবে দায়ি থাকিবে না😂। বিনীত নিবেদক- আঁই😆]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন