প্রিয় কবির সান্নিধ্যে...........
_মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ভাগ্যের কী পরিহাস ওগো! ছোঁয়ে দেখা হলো না
আমায় ওগো ছোঁয়ে নিতে ভুলো নারে ভুলো না।
এসেছিলাম সুদূর হতে ছোঁয়ে দেখারই আশে
সে আশাতে ছাই পড়লো নিয়মেরই তেরাসে।
যেতে নাহি পারি আমি ডিঙ্গিয়ে ওই বাঁধ-দেয়াল
ওগো প্রিয়! তুমি আমায় করেছো কি রে খেয়াল?
না হয় ওগো হলো না আর আঁখি পাতে আঁখি খেল
লেগে তো গো থাকে সদা তব সাথে মম দেল।
তাই গো মোর মিনতি আজ, ওগো কবি’ কবি-রাজ
ছোঁয়া দিও হৃদ-মাজারে রেখে ওগো শরম-লাজ।
(ক্লান্ত বদনে শ্রান্ত মননে উৎসুখ গহীন হৃদয়ের প্রেমালাপ)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন