★মাদানি কাফেলা★
_মুহাম্মদ সৈয়দুল হক
`````````````````````````````````
দেখতে অতি মন মাতানো
চোখ জুড়ানো রূপ
অতুল থেকে অতুল সে যে
জামেয়ারি রূপ
অ সে- দেখতে অপরূপ।
মাদানি রঙে রঙ মাখিলো
দেখনারে সবুজ
অঙ্গভরি গয়না যে তার
দ্বিতীয়টা খোঁজ
সে যে- জামেয়ার গম্ভুজ।
বয়ে যাওয়া শেষ বিকেলের
মৃদু মিষ্টি হাওয়া
দেহ-মনে প্রশান্তু জাগায়
মিষ্টি পাখির গাওয়া
ও তা- নুরানী এক মায়া।
হয় যদি তা রুক্ষপুরের
সুক্ষ জ্ঞান মালা
ডুব মারি কুড়াইয়া আনে
আজব শিল্পকলা
দেখো- কেমন পাঠশালা।
কিসতিয়ে নূহ্, রুহে সুন্নি
বাগে হুজুর কিবলা
মুফতি-মাওলানা-মুহাদ্দিস
গড়ে- শেরে বাংলা
অতুল- মাদানি কাফেলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন