মহান ভ্যালেন্টাইন্স ডে’র অগ্রিম উপহার!
★আমি কিছু লিখতে চাই★
___মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~
আমি কিছু লিখতে চাই.....
প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে
দু দন্ড বলতে চাই.....
শোনার আছে কী কেউ?
কানে তুলবে কী অলেখকের ঘেউ ঘেউ?
আছে কী ভাই?
তোমাদের মাঝে আছে কী এমন কেউ?
যার ভেতর-বাহিরে বয়ে যাচ্ছে আজি প্রেম-সাগরের মহা ডেউ!
বুকের ধুপধুপানী বেড়ে কী
কয়েক সহস্রে নিয়েছে রূপ?
তোমার ত্বরে অপেক্ষা কিসের?
দালান-লোকালয় নাকি ঝাড়-ঝোপ?
আহা! সে কি অপেক্ষা
অধীর আগ্রহের প্রতিক্ষা
হবে বুঝি কাল তোমার প্রেমের ঐ পরীক্ষা?
সাজ সাজ রব-
অথই কলরব
বোকা রমণীর সে কি ম্যাকআপ
পাশ নাকি ফেল
ভাবছো অড়েল
সন্ধ্যা শেষে হবে হয়তো ব্রেকআপ?
মনে কি চাই?
দিল্লি-কা লাড্ডু-
যদি পেয়ে যায়!
ভাবছো কি তাই
প্রেমদিনে প্রেম ছাড়া
বাকি সব ছাই!
কর যদি ঘোরাঘুরি
প্রেমিকারই দেহবাড়ি
আবাসিকে যায়
তবে শোন ভাই-
যাবে তোমার সকল ভালো
আমল বদলায়।
আমি?
বলতে যে চাই....
শোন না ভাই....
মনের ঐ আঁকুপাঁকু, পাপের ঐ মস্ত সাখোঁ
পার যদি হও
ভয় লাগে মোর, মাঝের ঐ রশি ছিড়ে যদি পড়ে যাও!
কে তোমায় তুলে নিবে, কেই বা বাঁচাবে?
ভেবে কিরে পাও?
তাই বলি ভাই.....
শোন না হায়!
এ জগতে কাল ছাড়া আর কি দিন নাই?
প্রেম যদি হয়?
তবে মনিষীরা কয়-
প্রেম থাকে মনমাঝে দেহে নাহি রয়!
দেহ ছাড়ি মন ধরি, বাসলে ওরে ভালো
সব দিবসই প্রেমদিবস, কালো রাতেও আলো!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন