♥স্বাগতম♥
_মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~
স্বাগতম হে বীর ফেরারি
স্বাগতম আপনায়
কেমন করে কাটলো সেদিন
শুধি দু-জনায়?
যেদিন দু’জন গেলেন চলে
খানায়ে কাবা’য়
কেমন ছিল খোদার সে ঘর
কোন সে উপমায়?
চুমিতে কি পেরেছিলেন
হাজরে আসওয়াদ
নবির হাতে স্থাপিত-
কেমন তারি স্বাদ?
জমজমের ঐ অতূল সুধা
পান করেছেন কবে
সে নুরানী জলরাশিটির
পানি কেমন তবে?
পরিচিত যখন হল
আরাফা’র ময়দান
অনুভব কি হয়েছিল
নুর নবীজির টান?
যেদিন গেলেন কা’বা ছাড়ি
কা’বা-কা কা’বায়
অনুভূতির কোন ছোঁয়াটি
লাগলো মন-কা’বায়?
দু-চোখ বেয়ে জল গড়িয়ে
পড়লো কিরে তা’ই
মায়ার নবির মায়ার মাজার
সোনার মদিনায়?
দেখতে কেমন ছিলোরে তা
সোনালি জালি
অঙ্গে কিরে মেখেছিলেন
নুরানী ধুলি?
রূপ-মনোহর কেমনে ছিল
সবুজ গোম্ভিদের
দূর দেশ হতে যেমন দেখি
তার ছে কিবা ঢের?
রিয়াজুল জান্নাহ্ হতে
জান্নাতি বর পেয়ে
আর কোথায় কি ছুটেছিলেন
প্রেমে পাগল হয়ে?
নুরি নবির নুরি দরগায়
সালাম খানি মোর
পৌঁছে কিবা দিয়েছিলেন
এ অভাগার সুর?
আহলান-ছাহলান জানায়
হে বীর ফেরারি
আবার যেন হয়গো ভ্রমণ
নুর নবীজির বাড়ি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন