পড়ুন মন খুলে, হাসুন দাঁত খুলে
★হাসির বাক্সো★
___মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~
(১)
হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই
ঐ দেখো না হাঁসু আপা
খবর দিয়ে যায়।
তেতুল হাসে, পুতুল হাসে,
লালা হাসে সাথে সাথে
হালদা বিলে খালদা হাসে
হাসে জনতায়
থোতলা বুড়ির হাসি দেখে
পিলে চমকে যায়।
হাত উপরে, মাথার পরে
মাগার চক্ষু- ‘আপার নিড়ে’
গভীর ধ্যানের রঙমিছিলে
হঠাৎ কাপ্পই-চায়
তাইনা দেখে আমজনতার
সে কি হাসি পায়!!!
নারী খারাপ-তেতুল বিচি
গাদা গাদা কেতাব রচি
আস্তিক কি নাস্তিক দ্বন্দ্বে
সনদ নিতে যায়
সেই নারীতে সঙ্গোপনে
সে কি হাসি পায়!
লুকোচুরি ছলচাতুরি
দুই দিনের এই দুনিয়াদারি
ধরা খাবি জবে যাবি
সাম্পানো ঘাঁটায়
দেখনা ওরে ‘‘হাসির রাজা’’
হাসে নিরালায়!
(২)
হাসির সময় নয় তো বেশি
বুঝবি ওরে সর্বনাশি
খেলার রাজ্যে দিবানিশি
খেলছো ইচ্ছে যা’ই
ধৈর্য্য ধরো তোমার খেলার
সময় বেশি নাই।
এই জগতে বিধির নিয়ম
সত্য যাহা অতি পরম
আজ রাজা যে, কাল সে ফতুর
জানিয়ে দিতে চাই
শোন তবে ওই- ‘‘কালনাগীনি’’
দেখছে- ‘‘বিধি সাঁই’’!
মারেফতের ছোবল মারি
তোর রাজত্ব নিবে কাড়ি
মঈন-জালাল(রহ.) সইবেনারি
বাটপারি আর রোনাজারি
কইলাম পাগলায়
তোর রাজত্ব-গদীর বয়স
বেশি দিন আর নাই...........
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন