------★তালাচাবি★-----
___মুহাম্মদ সৈয়দুল হক
````````````````````````````````````````````````````````
পোষ্ট টি পুরোটা পড়লে দুটা জিনিষ খুঁজে পাবেন। ১- আনন্দ, ২- বাস্তবতা।
শিরোনাম দেখে ‘অনাকাঙ্ক্ষিত ব্যক্তি সামনে পড়ার মত’ ঘাবড়ানোর কিছুই নাই। তালা আর চাবি নিয়ে একটু তালচামি করার মহৎ উদ্দেশ্যেই এই পোষ্টের আয়োজন।
পোষ্টে মরিচ, মসলা, হলুদ, লবণের যথেষ্ট ঘাটতি থাকলেও পোষ্টটি পড়ার পর- মাছ ধরতে গিয়ে শামুক পাওয়ার মত হলেও কিছু একটা পাবেন বলে আশা করছি। বলছিলাম তালা আর চাবির কথা- এই তালাচাবির সাথে পরিচিত নয়, অসুস্থ মস্তিস্ক আর নির্বোধ শিশু ছাড়া এমন মনুষ্য খুঁজে পাওয়া খুবই মুশকিল। ঘরের দরজায় তালা, ড্রয়ের ঝাপে তালা, বক্সের মুখে তালা, ব্যগের শিখলে তালা, বিল্ডিংয়ের গেইটে তালা, গাড়িতে তালা-লরিতে তালা। এভাবে বলতে গেলে পৃথিবীটাই তালাময়! তার সাথে সাথে ভাগিনা চাবিটাও ঘুরে বেড়াই পৃথিবীর রন্দ্রে রন্দ্রে।
বিদ্যুত আর লাইট-ফ্যানের মত এগুলো একটা ছাড়া অন্যটা আমার ন্যায় ‘বেকার’। চাবি হাঁরিয়ে বিপত্তিতে পড়েনি এমন জনতা কয়েক কোটিতে একজন পাওয়া যাবে কিনা, তা নিয়ে ‘মাহাত্না গান্দি’ও দারুণ দ্বিধান্বিত।
আর চাবি ব্যটার পলায়ণ মানেই তালা মামার অবস্থা চৌদ্দ টা! ‘ইট, লোহা, পাথর’ সবকিছু তার পোড়া কপালে একসাথে জুটতে দেরি হয়না মোটেও।
‘‘তালাচাবি’’ বিশেষ ভাবে সম্মাণিত হয় নির্বাচন আসলেই। তখন তালা মামা আর ভাগ্নে চাবির সে কি কদর! ‘‘আমার তোমার মার্কা কী? তালাচাবি তালাচাবি’’ টাইপের স্লোগান কানের দুইহাত দূরে বাঁজতে থাকে প্রায় সময়! কি জানি! তখন মামা-ভাগ্নের ফিলিংসটার কি অসাভাবিক অবস্থা হয়! উভয়ের ফেইসবুক আইডি থাকলে নিশ্চয় আমাদের দেশের অতি স্মার্ট ছেলে-মেয়েদের মত ঘন্টার পর ঘন্টা স্ট্যাটাসের রোল পড়ে যেত- ‘ফিলিং ওয়াও’, ‘ফিলিং ফেন্টাস্টিক’, ’ফিলিং ইমোশনাল’ ইত্যাদি ইত্যাদি। বলতে পারেন ফিলিংসের ডিব্বা নিয়ে বসে থাকতেন- প্রার্থীদের অতি আদরের ‘‘তালাচাবি’’।
তালা আর চাবি কিনতে গিয়ে আজ আমি যে বিশাল অভিজ্ঞতা লাভ করেছি, মূলতঃ তা থেকেই এই স্ট্যাটাসটা লিখতে অনুপ্রাণিত হলাম। হাটতে হাটতে এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা থেকে বিবিরহাট হয়ে হামজারবাগের দিকে কিছুটা অগ্রসর হতেই চোখে পড়লো একটি হার্ডওয়্যার এর দোকান। দোকানিকে বললাম মামা ড্রয়ের এর জন্য ছোট সাইজের তালা দেখান তো! কথা শেষ হতে দেরি, দোকানির তালা দিতে দেরি নাই। সামনে পাঁচ-ছয়টার মত তালা বিলিয়ে দিলেন। আমি বোকা মানুষ পরীক্ষা করার জন্য একটি তালা আর চাবি ঠিকটাক কাজ করছে কিনা দেখে নিলাম। না, ঠিকই আছে- কোন ডিষ্টার্ব নাই। ইশারাতেই খোলা-বাঁধা হচ্ছে। কিন্তু পরক্ষণেই চোখ কপালে! এ কি! এ তো দেখছি- ‘’বাংলাদেশ সরকার’’!!! এক চাবিতেই পাঁচ-ছয়টা তালা সবগুলো খুলে যাচ্ছে!!! কান্ড দেখে আক্কেল কাকার (দোকানি) গুডুম অবস্থা! দুজনেই বেশ বেকায়দায় পড়লুম। কোন কথা নাই, কিছুক্ষণের জন্য দুজন দুজনের দিকে তাকিয়ে! শেষমেষ তালা না নিয়েই ফেরত এলাম।
এবার একটু উপরে যান। এক চাবিতে সব তালা খুলে যাওয়াটাকে ‘বাংলাদেশ সরকারের’ সাথে তুলনা করাতে অনেকের ইতিমধ্যে পেঠে ‘বেহজম' হওয়ার সম্ভাবনা। কেউ কেউ কথাটি গিলা’র মত সৎ সাহজ আটলান্টিকের তলের মত খুঁজে পাচ্ছেন না। তাই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার! ওই চাবি আর বাংলাদেশ সরকারের বিশেষ সাদৃশ্য এই- বর্তমান সরকার এমন এক চাবি, যা দিয়ে জাতীয় পার্টি, জামাত, হেফাজত, বি.এন.পি জাতীয় তালাগুলো খুলে যাচ্ছে অনায়াসেই! একসাথে থেকেও বিরোধি দল- ‘জাপা’। স্বাধীনতা পদক পেলো- রাজাকার খ্যাত- ‘সাঈদি পুত্র’। ‘‘ঢাকা টু চিটাগং- নাস্তিক টু আস্তিক কান্ড হেফাজতের’’। বি.এন.পি’র বড় বড় নেতা- সরকারি দলে। সব মিলিয়ে তালা যেমনই হোক, এক চাবিতেই কেল্লাপতে! এত বিশাল গুণধর চাবিটির ভবিষ্যত তাই সুদূর প্রসারি! রাব্বুল আলামিন প্রসারত্ব দান করুন।
তবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, যে চাবি দিয়ে সব তালা খুলে যায়- অদূর ভবিষ্যতে জনতা নিজেদের নিরাপত্তার সার্থে- সেই চাবিটিকে খুঁজে মাটিতে ফুঁতে ফেলবে নাতো????????
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন