ঘুমন্ত বিবেক জাগিয়ে তুলতে অপচেষ্টায় কিছুক্ষণ-
★বিবেক তুমি জাগ্রত হও★
_মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~~
বিবেক তুমি জাগ্রত হও,
সুষুপ্ত আর নয়
একটি কেবল বাকি আছে;
চলে গেলো ছয়।
সাতের খেলায় ছয়ের বিনাস
বুঝবে কবে আর?
শনি-বিষুদ গেলো হেলায়
কালকে জুমাবার।
অমন করে স্বপ্ননীড়ে
থাকবে কত কাল?
দূর দরিয়ায় স্বপ্ন-সিপে
তুলবে কবে পাল?
ইচ্ছে তোমার ভুবন জয়ে
কাজে তুমি লেটো
শ্রমের বেলায় বেশ পিছিয়ে
ডিগবাজিতে পটু।
বিদ্যা-বুদ্ধি আছে বৈকি
চলন গতি কত?
আছে তোমার অগোচরে
আরো শত শত।
স্বপ্ন-খনি, মুক্তো-মণি
জয় করাতে ভাই
মেধার সাথে কর্মপালন
সমান তালে চাই।
আজকে তোমার সময় নদী
যাচ্ছে বয়ে বৃথা
কালকে তোমার পিয়াসিলে
জলটি পাবে কোথা?
আজ-কাল, কাল-পরশু
গুনতে সময় শেষ
সাথীরা সব যায় এগিয়ে
তোমার চেয়ে বেশ।
স্বপ্ন তোমার হয়নি পূরণ
লাভ কী মাথা ঠুকে?
সুখের বদল দুঃখের অশ্রু
তোমার চোখে-মুখে।
তাইতো বলি, ‘যাও বাচাধন
কাজে নেমে পড়,
তোমান জীবন; তোমার স্বপ্ন;
তোমার মত গড়।’
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন