😀জান্নাতের গ্যারান্টি😀
→→সৈয়দুল হক
কেন এত নামাজ রোযা, করিস কিসের ত্বরে?
অর্থহীন এ বন্দেগিতে খাটিস মরে মরে!
দিব্যি তোরা রাত্রি জেগে দাড়িয়ে জায়নামাজে
আরামের ঘুম হারাম করিস বৃথা মন-মেজাজে!
লক্ষ টাকা উড়িয়ে তোরা দূর দেশে দিস পাড়ি
হজ্ব করে লাভ কিরে তোর ছেড়ে বাপের বাড়ি!
হেতুহীণ তোরা পরের ত্বরে বিলাতে থাকিস অর্থ
যাকাত সদকা দিয়ে কি লাভ,সবি তো মূলে ব্যর্থ!
কিসের ত্বরে দুনিয়াদারি কোন্ কারণে এ সব
এসব করে জান্নাত পাওয়া নয়তো আদৌ সম্ভব!
তার চেয়ে ডের উত্তম কাজ রয়েছে আমার কাছে তালেবান আর আই.এস যুগে নামাজ রোযা মিছে!
শর্টকাট যোগে কে দিবে ভাই লম্বা রাস্তা পাড়ি?
সংক্ষেপে আমি দিচ্ছি বলে রাস্তা জান্নাতেরি!
স্বর্গে যাওয়ার সহজ পন্থা পাবে না সুযোগ ছাড়লে
ডাইরেক্ট জান্নাত লভিবে সাজেশন আমার মানলে!
বুকে বেঁধে এক মস্ত বোমা লোকসমেত যাও মরে
তুমি আর তোমার চৌদ্দ পুরুষ জান্নাতে রও পড়ে!
এমন সুযোগ হাত ছাড়া নয়,বৎস! আবুল,বান্টি
দিলাম তোমায় সহজ পথে জান্নাতের গ্যারান্টি!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন