-------->গোধুলি<--------
♥মুহাম্মদ সৈয়দুল হক♥
~~~~~~~~~~~~~~~~~~~
অদ্ভুত ভালোলাগা, আলসেমি ছাটা
এক পা দুপা করে একা একা হাঁটা।
রক্তিম সূর্যটার সস্তিম তাপে
রাজ্যের সৌন্দর্য্য দু-চোখে চাপে।
পশ্চিম আকাশের বধুরূপ বেশ
লাল বেনারশি যেন ললিমার আবেশ।
ঐ যে-
বৃক্ষরা দাড়িয়ে শান্তভাবে
বাড়ি যায় ক্লান্তিতে ক্ষেতিরা সবে
গরু নিয়ে রাখালেন মাঠে দৌড়ঝাপ
পাল মাঝে আচমকা বাছুরের লাপ
পাখিদের কিছিমিচি, শিয়ালের হাঁক
দূর থেকে শীতলতম বাতাসের বাঁক
শৃংখল তম এক স্বস্তির আবেশ
শান্ত ও প্রশান্তিময় সবুজের দেশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন