বসন্ত আমায় বরিয়া লও
-মুহাম্মদ সৈয়দুল হক
মনে আজ বসন্ত নাই, তবে বসন্ত বরি কিরূপে
ঘূর্ণ্যমান কোন এক বিরহাবেশে, আসে নি সে স্বরূপে।
আসে নি; সে তো আসে নি, আমায় সে যে বরে নি।
‘সবে বসন্ত বরে, তবকে বসন্তে বরিবে?
এ মা! না জানি এ পাগল আরো কি কি বকিবে।
ওরে ওঠ, বসন্তরঙে রাঙা তোর কালো ঠোঁট
অমিষ্ট কথামালা সুমিষ্ট ছেলেখেলা, সবি রাখ, ওসব জুট।’
আজ বসন্ত? কই কোকিল তো ডাকে নি
আজ বসন্ত? তবে ফুল কেন ফোটে নি?
‘বসন্ত হলেই যে কোকিল ডাকবে, ফুল ফুটবে, এসব মিছে
বসন্ত এলে তো-সবে তো খেলে তো হেলে-দোলে নেচে নেচে।’
তবে ঐ মিছে নাচ-খেলাধুলা বসন্তে কেন?
‘এ তো দেখছি পাগলের প্রলাপ, পাগলাগারদ যেন!
বসন্ত সে আপন আঙিনায়, আপন মহিমায় রাজত্ব চালায়
ধরাকুল জানে সবলোক মানে বসন্তকেই বরা চাই।’
সে কি কথা? আমি একেলা বরিব, আমায় বরিবে না, সে কি হয় নাকি?
‘দেখো দেখি; মেলে আঁখি, বলে কি; ও সে বলে কী?
এ আজব সাবালের গজব সাওয়ালের জবাব আছে কী?
ওরে শোন,
কেউ তোকে না বরিলেও তাকে তো বরা চাই-এটাই যে কবিদের গুণ।’
অতএব বসন্তি শুভেচ্ছা সবার তরে
বসন্তি হিল্লোল নামুক তব অন্তরে........
বিঃ দ্রঃ কেউ কবিতা ভেবে ভুল করবেন না। মনে যা আসছে তাই লিখছি। তবে যদি কারো চোখে কবিতা হয়ে যায়, সেটা ভিন্ন কথা...............😂😍
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন