★মরুবর হযরত★
-মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~~~
ওই যে, আসিছে মরুবর হযরত
তাই তো, নামিছে সৃষ্টিতে রহমত
দেখ না, ডাকে ওই বুলবুলি সুমধুর
সাহারার বুক ছিড়ে উঠে কত নব সুর।
আরবের ব্যোম আজ চকচকে নীল যে
কালো সব মেঘরাশি বনবাসে গেলো যে?
কর্কশ মৃত্তিকা উর্বর হলো আজ
মক্কার বৃক্ষরা নিলো শিরে বাঁকা তাজ।
পাখাহীন পাখিরা ঐ ডানা মেললো
সাগরের কুল ঘেঁসে একি ঢেউ উঠলো!
শূন্য উদ্যানে ফুটে ফুল লাখে লাখ
নৃত্যে গুঞ্জনে ভ্রমরেরা ঝাঁকে ঝাঁক।
খুশিতে গদগদ সৃজনের সকলে
আসিছে জাতি নুর খোদারো ভূতলে।
আমিনা!
কী ধরায় আনিলে তুমি হায় জানো না
তোমারই কোলে ওই ‘রহমত খজিনা’
ধন্যগো মাতা হে, নিলে পেটে নবীকে
সৃজিলো ধরাকুল প্রভূ যার ইশকে!
মালায়েক-হুর এলো, এলো হাওয়া-আসিয়া
পড়ে সব একি রব দরুদের তাজিয়া।
সাল্লাল-লাহু সাল্লাম ফুঁকারে-
মাতিলো ধরাকুল কি মধুর আহারে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন