★★★রাত★★★
মুহাম্মদ সৈয়দুল হক
তুমি কি জানো? রাত মানে কি?
ছটপট উত্তরিবে হয় তো,
রাত মানে ঘুমন্তপুর!
যেখানে এসে বাধা পড়ে যত কন্ঠ, শত সুর!
বলতে পারো আরো!
রাত মানে চিরশান্তি
যেখানে এসে থেমে যায় যত কষ্ট, শত ক্লান্তি।
অথবা,
রাত মানে স্বপনের ভেলা!
নানা রঙ্গের স্বপ্ন এসে করে যায় খেলা।
রাত মানে অবসর!
ঘুমিয়ে পড়া নিখিল জগৎ, নিস্তব্ধ চরাচর।
রাত মানে শান্ত আত্মা!
দিবসের যত অশান্তি, সব ভুলে থাকার পন্থা।
রাত মানে বনফুল!
ঝেড়ে ফেলা সব ভ্রান্তি, সাথে যত ভুল।
না না না! এসব কিছুই না!
রাত মানে মম চোখে সমুদ্র সম কান্না।
রাত মানে কালো পথ!
স্তরে স্তরে তার কতই না আপদ।
রাত মানে নির্ঘুম চক্ষু!
ঘুমন্ত পৃথিবীর লোকালয়হীন কক্ষ।
রাত মানে জেগে থাকা!
ভাবনার জগতে ডুব দিয়ে বেদনা ঢাকা।
আমার রাত অন্য রকম
তোমার মত রোমাঞ্চ নাই, নাই তাতে তৃপ্তি পরম!
রাত মানে ঐ চাঁদ!
কথা বলি তার সাথে হয়ে উন্মাদ।
রাত মানে ছটপট!
বিছনায় শুয়ে এপাস ওপাস করা কটমট।
রাত মানে অপেক্ষা!
কালোত্বের বিনাস কামনায় ভোরের প্রতিক্ষা।
তোমার রাত আমাত রাত
ভিন্ন সংজ্ঞার, সহস্র তফাৎ!
তোমার ত্বরে রাত নামুক
তোমার যত স্বপ্নাবলী! সাফল্যের জলে ভাসুক।
আমার রাত পুরোয় না,
পুরোতে সে চাই না!
না জানি কবে ইতি তার, হয়েও শেষ হয় না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন