★অব্যক্ত বেদন★
'''''''মুহাম্মদ সৈয়দুল হক
কোলাহল কলরোল,
চারিদিকে হট্টগোল!
পূণ্যের মাতম চলিছে
মুসল্লির ভারে মসজিদ কাপিছে!
ঐ মসজিদ ভরা মুসল্লি আছে
নামাজি গেল কই?
মসজিদে গেলেই মুসল্লি
নামাজ পড়িলে নামাজি নয়!!!
তোর বক্ষে নিয়া ঈর্ষার পাহাড়
পেট ভরা তোর সুধে,
মসজিদ পতি করিতেছ দাবি
মারিয়ে নির্বোধে!
ঐ নামাজ তোর মুখে মারিবে
স্রষ্টা সপাট জোরে
দেখনা "মাউন" চোখ মেলিয়া
থাকিস না আর ঘোরে।
অ সে মসজিদ নয় উহা,
নয় পূণ্যালয়
খোদার ঘরে চলবে তোমার হুকুম
সেটা কেমনে হয়??
ভেঙ্গে ফেল ঐ ইট পাথরের দালান
মসজিদ নাই আর উহা,
খোদার শাসন উঠিয়ে নিয়ে আজ
তোর শাসন চলছে যাহা!
আজ বুক কাঁপে কেন ধুপ ধুপাধুপ
চোখ জলে মোর টগবগিয়ে
ঐ মসজিদ যদি হয় জমালয়, খোদা!
ডাকব তোকে কোথায় গিয়ে?
বুঝিয়াছি তবে কেন বলেছিলে
আরশ সবার বুকে
আপন বক্ষে বসেই না হয়
ডাকব পরম সুখে!
নজরুলের সে বাণী আজ বুঝিয়াছি,
মসজিদ এই, মন্দির এই,
গীর্জাও বুঝি এই?
যেখানেই বসি ঈসা মুসা
পেল সত্যের পরিচয়!
বিনিদ্র চিত্তে আজ না হয়
যাব সেথা বসে
দেখি সেথা বাধা দিতে আসবে
কোন সে ইবলিসে?.........
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন