হালিম স্মরণ
-মুহাম্মদ সৈয়দুল হক
ওগো হালিম ভাই!
বলো, তোমার মত বীর সেনানী কোথায় খোঁজে পাই।
তুমি রত্নতুল্য রক্ত দিলে
অমু্ল্য ধন জীবন দিলে বিনেপয়সায়-বিনামুল্যে।
তোমার ঋণ করিবে শোধ
কে আছে ভাই ধরার বুকে কোন সে বাপের পুত?
কোন সে শক্তি পাই
করছিলে জয় মরণের ভয় কোন সে ইশারায়?
তোমায় মৃত বলে কে?
দেখো লাখ সেনানী তোমার স্মরণ করছে আজিকে।
সে সুযোগ যদি পাই
কথা দিলাম তোমার পথে সত্যমতে জীবন দিবো ঠাঁই.........
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন