আজি বসন্ত লেগেছে গা’য়
-মুহাম্মদ সৈয়দুল হক
আজি বসন্ত লেগেছে গা’য়..........
বৃক্ষের শাখাগুলি দোলতেছে তাই।
বাগানের ফুলগুলি নাচে আহ্লাদে
আহা! মনোফুল সুবাসিত নিদারুণ স্বাদে!
বসন্ত গেলো, ফের বসন্ত এলো
দুখ সব সুখ হলো তব হাসি পায়
আজি বসন্ত। হ্যাঁ, বসন্ত লেগেছে গা’য়।
লক্ষ ভ্রমর কাঁদে যারপরনাই
তোমার হাসিতে যে হাসি খোঁজে পায়
তারা, ঐ মুখনির্গত মধু খোঁজে যায়
আহা! ভ্রমর যবে তার মধু খোঁজে পায়
বলো ওগো ফুলরাজ! তার কিবা চায়?
তাই। হ্যাঁগো তাই-
আজি বসন্ত। হ্যাঁ, বসন্ত লেগেছে গা’য়।
তোমার ঐ একটুকু শব্দ- ‘আল্লাহ’!
শোনে মন চনমন, হলো যে উতলা
তুমি বলো, ওগো বলো,বলে যাও আরো
নিশিতের নিরবতা এইবার ছাড়ো
শোনো। শোনো ওগো সাঁই
কন্ঠছেড়া ঐ ধ্বনী বিঁধলো কলিজায়
আজি বসন্ত। হ্যাঁ, বসন্ত লেগেছে গা’য়।
[সুন্নীজনতার অন্যতম প্রাণভোমরা মাওলানা বখতিয়ার উদ্দীন আলকাদেরি হুজুরের করকমলে উৎস্বর্গিত। আল্লাহ তায়ালা হুজুরকে পূর্ণ সুস্থতা দান করুন, আমিন!]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন