★উপলব্ধি★
_মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~
শত পাপে পাপী আমি
বৃথা খোঁজি তব দোষ
জ্ঞান গরিমার অবক্ষয়ে
বাড়ে মনের আক্রোশ।
ধর্ম-কর্ম কিছুই যে নাই
গলাবাজির অন্তরায়
উপর নিচু করি সমান
দু-চোয়ালের জোর চাপায়।
বৃথা গঞ্জি বৎস তোমায়
দোষের পাহাড় মোর কাঁধে
আপন দোষটি ঢাকার ত্বরে
ফেলি তোমায় দোষফাঁদে।
সালাত-যাকাত, সাওম-জিহাদ
শক্তি থেকেও করি না
বৃথা জীবন, বৃথা এ ধন
সব যে মুলে বঞ্চনা!
ঘুরছে গরিব আমারো দ্বারে
প্রতিবেশি সে কেঁদেই মরে
আহারাদি তার নাইযে ঘরে
দেখেও আমি দেখিনা তারে।
মাথার উপর পাপের পাহাড়
দিল দরিয়া পূণ্য উজাড়
সিন্ধু ভরা অহমিকায়
ছল চাতুরি অতি প্রগাঢ়।
মুলে আমি মুখোশ ধারি
সৎলোকের মুখোশ পড়ি
অসৎকাজের সহায়তা
করি আমি ইচ্ছে ভরি।
আমার খ্যাতি দেখুক লোকে
যশের ধ্বনি উঠুক মুখে
এই থাকে মোর চাওয়া পাওয়ায়
রকেট বেগে আমিত্ব ছোটে।
আমি, আমি, আমি করে
গেল জীবন বৃথা ঘুরে
তবুও যে আমি’র কেতন
শেষ হলো না এ সংসারে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন