♥প্রেম ছাড়া কি মানুষ বাচে?
___এস.হক
প্রেম থাকা চাই সবার কাছে
প্রেম ছাড়া কি মানুষ বাচে?
প্রেমের পাগল খোদা-রাসূল
প্রেমছাড়া যে সবই মিছে।
প্রেমিক যারা প্রেমের মরা
প্রেম ছাড়া আর কিই বা বুঝে?
তাই তো তারা এই জগতে
সবখানেতেই প্রেম কে খুঁজে!
প্রেম পাগলা হয়ে আউলা
গলায় পড়িয়া প্রেমের তাবিজ
নিজের গোস্ত খুলিয়া দেয়
খোদায় মজে শামসে তাবরিজ
লাইলিপ্রেমে পাগল পারা
কায়েস হইয়া প্রেমের মরা
মজনু খেতাব লভিয়া নিল
পান করিয়া প্রেম পোয়ারা
না বুঝিলে প্রেমের মর্ম
মিছে তবে এই ধর্মকর্ম
প্রেমহীন যদি হয় গো মরণ
বৃথা তবে মানব জন্ম।
ভবের পাগল প্রেমিক সৈয়দ
না পাইয়া প্রেমের মদ
আনমনে তাই খুঁজিয়া বেড়ায়
কোথায় সে প্রেম শরবত?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন