=>>শবে মহিয়ান<<=
-মুহাম্মদ সৈয়দুল হক
(কাব্যানুবাদ- সুরা কদর)
ইবতিদা নাম লয়ে অনন্ত সত্ত্বার
অবিরত ধারা যার দয়া-করুণার।
করেছি নাজিল হেতা মহান কুরআন
করুণার বারিধারা ‘শবে মহিয়ান’
হে রাত-রাজন ওগো হাবিব-আমার
জ্ঞাত তুমি জানো রাতে মহিমা অপার
সহস্র মাহজুড়ে অবিরাম-রত
হবে না সে রাতসম ইবাদত যত
রুহুল আমিন সহ মালাকের দল
নেমে আসে হাতে নিয়ে রহম সকল
শান্তি! দয়া! ধরাপর থাকে অবিচল
না হয়েছে যবেতক প্রাতোদয়াচল।
(১,ইবতিদা- শুরু।
২,রাত-রাজন- রাতের রাজা। উদ্দেশ্য- রাসুলে মকবুল
৩, সহস্র- হাজার।
৪, রুহুল আমিন- জিবরাইল আ.
৫, মালাক- ফেরেশতা। বহুবচন।
৬, প্রাতোদয়াচল- প্রস্ফুটিত সকাল।)
[কদর রজনী, রাত ১১টা।
১২-০৬-১৮, মঙলবার।
আলমগীর খানকাহ শরীফ]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন