★দুয়ারে তোমার দয়াল★
_মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~
দুয়ারে তোমার দয়াল
রইলাম দাড়িয়ে
তুমি লওনা আপন করে
দুহাত বাড়িয়ে
শূন্য হাতে আর কত রে
দিবে ফিরায়ে
আজি যাব না, যাব না
তোমার দয়া না লয়ে।
কেহ চাহে গাড়ি-বাড়ি
কেহ চাহে দুনিয়াদারি
আমি চাহি তোমায় স্বয়ং
পাবো কী দিয়ে
যাব না দয়া না লয়ে।
যে যাহা চায়, সে তাহা পায়
কেহ মওলা খালি না যায়
বাতেনি নয়নে দুঃখ
দাওরে ঘুচায়ে
যাব না দয়া না লয়ে।
প্রেম জানিনা, ভাব জানিনা
তবু তোমার প্রেম দিওয়ানা
পাগলা মনের পাগলামিটা
দাওনা মিটায়ে
যাব না দয়া না লয়ে।
করলেরে দয়া দাসেরে
তোমার ঝুলি কমে কিরে?
তবু কেন কৃপন হও
আমার বেলায়ে
যাব না দয়া না লয়ে।
কদমে তোমার মিনতি
এই সৈয়দের কি রে গতি?
এ ভুবনে পায় না খুঁজে
তোমায় আলয়ে
যাব না দয়া না লয়ে।
বেশি কিরে চাইলাম দয়াল
তোমার এই পাগলা ছাওয়াল
লোকে চাহে নানান কিছু
আমি তোমারে
যাব না দয়া না লয়ে।
২৪ এপ্রিল,,,, দরবার থেকে ফিরে।
রাত ৩টা, জুমাবার।
ফটো কৃতজ্ঞতায়-
এইচ এম নেওয়াজ উদ্দীন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন