মানবতার গলায় ছুরি
_মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~
জানি না মোর ধর্ম কিরে
জানিনে মোর বংশ কি
কোন কারণে মারছো আমায়
বলো না মোর দোষটা কী?
বুঝি নারে জাত কি অজাত
চিনি নারে বর্ণ হায়
জানি আমি দুধের বাচা
যেটি খেয়ে প্রাণ বাঁচায়
মুসলিম কি; হিন্দু কি তা
বুঝার বয়স হলো কই
মা ধরেছে পেঠে মোরে
পালছে কোলে-পিঠে লই।
কাঁদলে পরে দুধ দিতো মায়
আজ কদিন তা পেলাম না
পেঠের ক্ষুধায় গলা শুকায়
কাঁদন যে আর আসে না।
কোথায় গেলো মা জননী
কোথায় আমার বাবাটা
কার কাছে যায়, কি করি হায়
যায়রে চলে প্রাণ বেটা।
দোষটা কি মোর, নাকি মায়ের?
যে ধরেছে তাঁর পেঠে
নাকি সেটা স্বয়ং ব্রহ্মার
পাই না বুদ্ধ সব ঘেঁটে।
মাকে মারলে মুসলিম বলে
বাবা দোষি রোহিঙ্গা
কোন পাপেতে মারছো আমায়
কোন সে দোষে এই হাঙ্গা।
পাপ কিসে আর পূণ্য কিসে
সে খবর তো জানি না
ধরার রীতি; নীতি ওরে
কিছুই যে হায় বুঝি না।
ওগো আমি শিশু বলছি
অবুঝ সবুজ এক ছেলে
জীব দুনিয়ার ক্ষুদ্র জীবে
কেমনে ছুরি চালালে?
বুদ্ধ ধারার বুদ্ধারা আজ
বুদ্ধি-শুদ্ধি হারিয়ে
মানবতার গলায়-বুকে
দিলো ছুরি চালিয়ে।
(ইতিহাস দেখাবার ত্বরে আজগররা ফিরে ফিরে আসে, তবে ওমর-খালেদরা আসে না কেনো? মুসলিম বিশ্ব শাসনকারী মোনাফিক নেতাদের পতন হোক, সিংহাসনে বসুক ওমর-আইয়ুবিরা। নিদ্রা বিভোর এ মানবতাহীন জাতির আকাশে স্বাজ্জল ‘মানবতা সূর্য’ উদয় হোক, ‘মানবতা’ ফিরে পাক তাঁর শাব্দিক ঐতিহ্য।)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন