★বিজয় তুমি★
_মুহাম্মদ সৈয়দুল হক
বিজয় তুমি এসেছিলে কী
কৃত্রিম ফুলের মালায়?
বিজয় তুমি এসেছিলে কী
চড়ে স্বপ্নভেলায়?
বিজয় তুমি এসেছিলে কী
হিন্দি গানের সুরে?
বিজয় তুমি চেয়েছিলে কী
এভাবেই যেন স্বরে?
বিজয় তুমি এনেছিলে কী
নৃত্য সঙ্গে করে?
বিজয় তুমি ছোঁয়েছিলে কী
বালিকার দেহটারে?
বিজয় তুমি বলেছিলে কী
গলা টিপে তোমার
আনন্দোল্লাস করতে তোমার
ষোলো ডিসেম্বার?
বিজয় তুমি অবিজিত কেন
এতো বছর পরেও?
বিজয় তুমি লুন্ঠিত আজ
তোমার আপন ঘরেও
বিজয় তুমি ফেলানি হও
কাঁটা তারের উপর
কখনো কিংবা তোমার গায়ে
পড়ে ফারুকীর ধড়।
কখনো তুমি একগুঁয়ে বেশ
দলকানাদের দলে
কখনো তুমি লুটে পড়ো ফের
দেশ প্রেমিকের তলে।
বিজয় তুমি গণতন্ত্র কী
মারিছো গলা টিপে?
বিজিত স্বাধীন বীর হয়েও যে
সত্যকে যায় চেপে।
বিজয় তুমি মেরেছিলে কী
ঠিক বারোর সময়
গোল্লা-বারুদ কল্লা সমেত
করেছিলে কী ক্ষয়?
কিগো তোমার সংজ্ঞা কী হে
খোঁজে মরেছি কত
ভিন্ন ভিন্ন ছিন্নপত্র
হয়েছে বহু গত।
পেলাম নাতো পেলাম নাতো
তোমার পরিচয়
‘বিজয়’ নামে আর কতকাল
জাতির অবক্ষয়?
এসো নাগো, এসো তুমি
আপন রঙে আবার
প্রতিক্ষায় সে রয়েছি বসে
‘বিজয়’ গো তোমার।
বিজয় তুমি.........
আসবে কী....................?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন