★ওগো মা★
__মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ওগো মা-
তুমি দিয়াছ গো মোরে পুরো এক পৃথিবী
বল না মা! তোমারে আমি দিব কী?
তুমি দেখিয়েছ মোরে অদেখা যত ছিল
অকর্মা এ ছাওয়াল তোমাকেই বা কি দিল?
একদা আমি হাঁটিতে জানিতাম না
মুখ ফোটে ঠোট নেড়ে বলিতে পারিতাম না
অতপরঃ
তুমি শেখালে তা
জানিতাম না আমি যা
ধিরে ধিরে ডাঙ্গর হলাম
কত কি বা চিনে নিলাম
তবু আমি চিনিনিকো আজো তোমায়
ক্ষমা করো মা! ক্ষমা কর আমায়।
কেমনেই বা চিনিব?
সে সুযোগ পেলাম কই?
বুঝিনি তো সে অভাব
বুঝার সুযোগ দিলে কই?
যা চাই, তাই যদি পাই, তবে আর বুঝব কী?
তুমি বিনে, একা নির্জনে, আমি কভূ গিয়েছি কী?
আলো কভূ বুঝে কি সে, সূর্য তারি মূল?
ডেউ কি বা জানে সে যে, সাগর জলের ফুল?
জ্যোৎস্না থাকে চাঁদের সাথে
চাঁদকে কভূ জিগায় কী?
ওগো চাঁদ! আমি তোমার ফসল
বলনা তোমার লাগবে কী?
তেমনি আমি তোমারি ছায়া,
তুমিহীণ বৃথা মোর এ কায়া
তোমা হতে নিতেই জানি,
দিব কিরে এই অপয়া!
ওগো মা!
শত কষ্ট হয়েছে, তাইনা?
আমার গমনকালের প্রসব বেদনা
গর্ভেও কি কম জ্বালাতন?
খেতে গেলেই লাত্তি পাতন
না খেয়েই গো শুয়েছিলে
ঝন্ত্রনায় রাতভর কেঁদেছিলে?
ফেলে তো দিতে পারতে,
দাওনি কেন মা?
মাঘেরি শিতে যবে মুত্র দ্বারা
ভিজিয়েছি তোমার গা!
তিল তিল করে বড় করেছ, সয়েছ হাজার ঘা
তবু তীর-ক্ষেপনাস্ত্র থেকে বাঁচিয়েছ মোর গা!
ওগো মা!
তুমি চিনিয়েছ তোমার জাত
যেমনি সূর্যের অস্তিত্বে রূপ পায় ‘প্রভাত’
তবে তো তা অস্ত যায়, তুমি যে নিরস্ত
নিজে জ্বলে পুড়ে আলোদানে অভ্যস্ত!
তবে কি তোমার উপমা নাই?
খোঁজে তো পাই না,
রাখিব কোন উপমায়!
(অসমাপ্ত..............)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন