*জীবন নামের রেল গাড়ি*
__মুহাম্মদ সৈয়দুল হক
ছুটছে তো ছুটছে একা
জীবন নামের রেল গাড়িটা
ছুটে চলছে অচেনা রাস্তায়,
ঘুরছে তো যেন পাখা
রেল গাড়ির ঐ যে চাকা
ঘুরে চলছে তাকে কে থামায়।
বিরামহীন রেলের গতি
ছুটছে সে দ্রুত অতি
মাঝে মাঝে একটু থামতে চাই
নয়া কত যাত্রি উঠে
কেউ আবার নেমে টুটে
কেওবা শেষ ষ্টেশনের অপেক্ষায়।
সেই গাড়ির ড্রাইবার আমি
উদ্দেশ্যহীন এক পথগামী
যেমন ইচ্ছা তেমন ই চালায়
কভু আসে ঝড় আর তুফান
কভু আবার হয় সব ম্লান
থামিনা আমি কোন বাধায়।
একদিন জানি হবে পথ শেষ
রাস্তাটি হবে নিঃশেষ
নামতে হবে নতুন ঠিকানায়
গাড়ি ছেড়ে যাব বহুদুর
ফিরবনা কভু সেই মোড়
রেলটি পড়ে রবে নিরালায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন