পুরোনো দিনের সকল বন্ধুদের উৎসর্গ-
★পুরোন রূপে মিশে যেতে চাই★
→মুহাম্মদ সৈয়দুল হক
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
তোরা আমায় ভাবিস কিরে
ভাবনা রাজ্যে আছি কী?
দিনের অন্তে, ক্লান্তি লগ্নে
মনে আমায় পড়ে কী?
ক্লাস কিংবা পড়ার টেবিল
নয়তো আড্ডাসরে
কেবা আমায়, বাসি মায়ায়
একটু খানি স্বরে।
ঝগড়া কালে বিগড়ে গেলে
আগুন রাঙা তেজে
কেবা মারো কাথায় ঘুসি
হঠাৎ আমি সেজে।
রোজ বিকেলে, নয় সকালে
ঐ যে খেলার মাঠে
হয় কি ইচ্ছে দুয়েক জুটি
করতে আমার সাথে।
ঝালমুড়ি আর হযবরলে
প্লেট যবে রয় পুরো
করতে কি চাও আমার সাথে
কাড়াকাড়ি শুরু।
...............................................
ইচ্ছে বড় জাগে মনে
ফিরতে পেছন বেলা
তোদের সাথে মন মাতিয়ে
খেলতে স্বাদের খেলা।
বেঞ্চে বসে পেছন থেকে
দিতে কানে টুকা
কারো ঘাঁড়ে দোষ চাপিয়ে
অন্যজনে বোকা।
ছাদের পরে নতুন সুরে
গাইতে নতুন গান
আসবি কি ভাই একটু ফিরে
মোর ত্বরে নাই টান?
দুপুর বেলা পুকুর ঘাঁটে
জলখেলাতে মেতে
তোদের সাথে আবারো চাই
‘দুষ্টু সৈয়দ’ হতে।
বৃষ্টি দিনে বাদলা সনে
কাদা-পানি মেখে
মেটো করতে কাপড়-ছোপড়
আসবি কিরে ঝেঁকে?
লুড়ু কিংবা দাবাসরে
ফের যে বসতে চাই
হোস্টেলের ঐ অগ্নিকোনে
নয়তো বারান্দায়।
আবি কি ভাই, আবি তোরা?
আমার আঙিনায়
তোদের সাথে পুরোন রূপে
মিশে যেতে চাই.............!
০২/০৬/১৭
৬ রমজান
বিষুদবার।
রাত ১:৫০
(গাউছিয়া আএ), চট্টগ্রাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন