★খোদার মেহমান★
মুহাম্মদ সৈয়দুল হক
ঘোরে নাকি এখনো তুই
ওহে মুসলমান
তোর দ্বারেতে এল যে ঐ
খোদার মেহমান।
ঘুমিয়ে যে তুই করলিরে শেষ
এশা আর ফজর
হেলায় খেলায় কাটিয়ে দিলি
জোহর মাগরিব আসর
দেখনা এল তোর-ই-ত্বরে
রহমতের ফরমান।।
দুনিয়াদারীর ফাঁদে পড়ি
পূণ্যের কথা গেলি ভুলি
ঈর্ষা গীবত করে ভরলিরে
তোর পাপের থলি
মাগফেরাত তাই দিল যে ঐ
প্রভূ রহমান।।
দুনিয়ায় থেকেও জ্বলছিলি তুই
গোণাহের অনলে
অন্তরে তোর দোযখের আগুন
যাচ্ছিল জ্বলে
নিভবে আগুন রাখলে রোজা
নাজাতের বয়ান।।
তোর জন্যে আনলো অপুরানি
হাদিয়া নজর
রহমত,মাগফেরাত,নাজাত
সাথে লাইলাতুল ক্বদর
অ তুই, গড়বি জীবন তার ত্বরেতে
আনলো আল কোরআন।।
মুক্তি মিলবে সব বিপদে
দুনিয়া, কবর, হাসরে
রাখিলেরে ঐ মেহমানেরে
আদর যত্ন খাতিরে
অ তুই, হবি যখন খোদার মেহমান,
দিবেরে রাইয়ান।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন