হযরতের সন্ধানে
-মুহাম্মদ সৈয়দুল হক
তোমায় এত ডাকি তবু সাড়া পাই না এ দাসে
বলো তুমি আছো লোকায় কোন সে আকাশে?
দয়ালরে............
অধম আমি পাপীছেলে, ডাকি তোমায় শরম ফেলে
লজ্জা-শরম করলে কি গো পাপীদের চলে?
ডাকে তাইরে ওগো দয়াল,
এই যে তোমার অবুঝ ছাবাল
মিলবো কবে সখা তোমায় কান্দি সে আশে-ঐ
দয়ালরে..............
এই যে সংসার এই যে ধর্ম, তুমি বিনে বৃথা কর্ম
ধর্ম-বর্ণের বড়াইতে যে পাপীর হয় জন্ম
তাই- ধর্ম-কর্মের বড়াই রাখি
পাক কদমে পড়লাম ঝুঁকি
নাওনা ওগো পাপরাজাকে, টেনে নাও কাছে-ঐ
দয়ালরে...........
কিসের এত অভিমানে, সাড়া দাওনা সম্ভোধনে
রাগ কেন আর গোস্সা কেন, কোন সে কারণে?
বলছিরে হায় পাপীয়ালে
পাপী বলে ফেলে দিলে
যাবো বলো কার দুয়ারে, আমার কে আছে?-ঐ
২৬-১২-১৭, ক্লান্তিলগ্ন,
রাত ১০ঃ২৮, গ্রামালয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন