★হে নারী★
-মুহাম্মদ সৈয়দুল হক
হে নারী!
তুমি মা! তুমি গর্ভ ধারিণী
তুমি কুল মাখলুকাতের শিরমণি।
তুমি মহান, তুমি জনম দুঃখিনী
তোমার পায়ে লুকায়িত ঐ জান্নাত খানি।
হে নারী!
তুমি মা আয়েশা, তুমি রাবেয়া বসরি
তুমি আছিয়া, তুমি ফাতেমা জননী।
তুমি মরিয়ম, তুমি খাতিজাতুল ক্বোবরা
তুমি উম্মুল খায়ের, তুমি প্রথম শহীদ সোমাইয়া!
তোমার ত্বরেই টিকে আছে এ ধরণী।
হে নারী!
তোমার মূল্য হীরার চেয়ে দামি
তুমি অসিমে সীমাহীন উচ্ছতায় গামী।
তোমার নিকট বসিভূত সুন্দর এ ভুমি
উচ্চতায় হিমালয়ের চেয়ে সু-উচ্চ তুমি!
হে নারী!
তুমি মা আমেনা!
তোমার গর্ভে এসেছিলেন দয়াল নবি!
তুমি জনম দাও হাজার কোটি কবি।
পীর আউলিয়া দরবেশ পৃথিবীর যত রবি
বিজ্ঞানী সাহিত্যিক গবেষক মহামানবরা সবি
তুমি বিনে দেখতো না কেউ এ পৃথিবীর ছবি।
তবে কেন?
তোমার কারণে-
রাহাজানি, হয়রানি, মারমারি, নোংরামি
কেন এত জগন্যতা, কেন বদনামি?
ভুলে আদর্শ হয়েছ বিপদগামী
ছেড়ে পর্দা হচ্ছো জাহান্নামী!
অশ্লিলতার জোয়ারে বইয়ে দিচ্ছো পাপের সুনামী।
জানো কি?
তোমারঐ অশ্লিলতায় তোমার ধ্বংস
থরথরে কাঁপছে জমির তোমার নিম্নাংশ।
অশ্লিলতায় যখন হেলেদোলে তোমার দেহংশ
ওৎ পেতে থাকে যত শয়তানের বংশ!
রাস্তাঘাটে ধর্ষন, এটাই তো তোমার প্রাপ্য
এটাই তোমার আধুনিকতার অংশ।
শোন মা বোন!
এসো সৎ পথে, কোরআন সুন্নাহ্ মতে
নাফরমানি আর নয় খোদা-রাসূলের সাথে।
ছাড় সব নোংরামি, কোরআন নাও হাতে;
পর্দা কর, উলঙ্গপনা ছাড়, জীবন গড় সুন্নাতে
অঙ্গে মাখো রাসূল আদর্শ তবেই যাবে জান্নাতে।
মনে রেখ!
অশ্লিলতা, পর্দাহীনা বড়ই বাড়াবাড়ি
কঠিন হাসর, কবর জগৎ অতি মহামারি।
থাকবেনা তো রূপের বাহার এই দুনিয়াদারি
সাড়ে তিন হাত মাটিই হবে তোমার বসতবাড়ি।
তাইতো বলি!
পর্দা কর, পর্দা কর, ওহে সকল নারী
বন্ধ কর নোংরামি, হও আদর্শ নারী।
অসৎ লেবাস ছেড়ে হও সৎ লেবাসধারী
তবেই হবে মরনের পর স্বর্গের অধিকারি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন