★বৃষ্টি মামা★
মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~
বৃষ্টি মামা মিষ্টি হেসে
বলল এসে হায়!
বহুদিন তো হয়নি আসা
একটু দেখে যায়।
আপন ভেবে খানিক সেভে
দিলাম তারে ঠায়
রাস্তার ঐ ধুলি বালি
আর থাকে না গাঁয়।
রুক্ষ মরু সুক্ষ্ম তরু
স্বস্তি পেল তায়
ময়লা জামা ফেলে নিল
নতুন জামা গা’য়।
শান্তি পেলো কৃষক চাচা
বিলের বাচা মিয়া
ফলনে তার লাভই হলো
বৃষ্টি আসিয়া।
আমের মুকুল, লিচুর ঐ ফুল
বললো খানিক হেসে
বড় বাঁচা বাঁচিয়ে দিলে
বৃষ্টি কাকু এসে।
ব্যাঙের নাচন, পাখির ডাকন
গাছগাছালির বাঁক
‘’আয় না বৃষ্টি আয় না ঝড়ে’’
পাখপাখালির হাঁক।
ত্রাসিং শীতের ক্রসিং শেষে
শুকনো বঙ্গ ডাকে
বসন্তে হায় বৃষ্টি কোথায়
আয়না একটু ঝেঁকে।
সেই ডাকেতে যেই না এলো
যাওয়ার নাম আর নাই
দু-দিন গিয়ে তিন পেরোলেই
মেহমান বিদায়।
খাবার দিলেই ভেবনা কো
মানুষ মোরা ভালো
যাও এবার অনেক হলো
অন্যখানে চলো।
নইলে তবে ছাতা নেবো
মাখবনা আর গা’য়
পেছন থেকে করব তাড়া
ফের আসিলে গাঁয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন