★ক্ষমা করো রহমান★
_মুহাম্মদ সৈয়দুল হক
``````````````````````````````
স্মরিণি কো তোমায় প্রভূ
শুনিনি কো আহ্বান
মজে রই পাপ দরিয়াতে
ক্ষমা করো রহমান।
বন্দেগী আমি করিনি কিছু
ডাকিনি কো মহীয়ান
গগনে গরজে ক্রোধস্বর তব;
ক্ষমা করো রহমান।
‘রহমত’ মহাসমুদ্র তোমার
দ্বারেতে দন্ডায়মান
হেলায়-ফেলায় করিনি কদর
ক্ষমা করো রহমান।
দ্বারে মোর কড়া নাড়ে ঐ-
তব নব এক মেহমান
মাগফেরাতে মাফ তালিকায়
ক্ষমা করো রহমান।
সপ্ত নরকের শিখা যে কঠিন
তোমারই পাক বয়ান
জ্বলবার শক্তি নাই যে তাতে
ক্ষমা করো রহমান।
নাজাতে নাজাত মিলায়ো প্রভূ
দিয়ো না মাঝে বান
পাপী মানি; বান্দা তোমার তবু,
ক্ষমা করো রহমান।
পাঠালে তুমি মোদের তরে
দামি এক মেহমান
করিনি আদর, তার সমাদর
ক্ষমা করো রহমান।
এসেছে হাজারো বার্তা নিয়ে
পবিত্র মাহে রমজান
তার বার্তা মুখে মেরেছি তালা
ক্ষমা করো রহমান।
পাপী আর তাপী, হই না যতই
দয়া তব অফুরান
হলেও পাপী; বান্দা তোমার,
ক্ষমা করো রহমান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন