★তিনি সিদ্দিকে আকবর★
--->মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~
ছিলেন নবীর পাশে যিনি
নবী প্রেমের পরশ মনি
আজো আছেন নবীর পাশে
মদিনা শহর-
তিনি ‘‘ছিদ্দিকে আকবর’’।
বহুদিনের পুবের কথা
শুনে হিজরতের কথা
হিজরতের লাগি যিনি
ঘুমাননি প্রহর-
তিনি ‘‘ছিদ্দিকে আকবর’'।
সাপের বিষে অঙ্গ জ্বলে
তবু জ্বলে প্রেমানলে
প্রেমের বিষে হার মানলো
সর্প বিষধর-
তিনি ‘‘ছিদ্দিকে আকবর’’।
তাবুক জয়ে হাঁকেন নবী
ওগো আমার সব সাহাবী
কার কী আছে আনো দেখি
অস্ত্র সমর-
যেতে ‘’যুদ্ধেরো প্রান্থর’’।
ঘরে রেখে আল্লাহ-নবী
এনে দিলেন বাঁকি সবি
দেখে অবাক হয়ে গেলেন
হযরতে ওমর-
তিনি ‘’ছিদ্দিকে আকবর’’।
নবী প্রেমের সুধা পিয়ে
নবীর প্রেমে জীবন দিয়ে
মে’রাজে বিশ্বাসিলো
শুনিতেই খবর-
তিনি ‘‘সিদ্দিকে আকবর’’।
জান দিলেন, মান দিলেন
নবীর এশকে কন্যা দিলেন
স্বজাত- রুধে যুদ্ধ করলেন
সারা জীবন ভর-
তিনি ‘‘সিদ্দিকে আকবর’’।
জান্নাতেরই শুভ সংবাদ
বৃদ্ধগণের হবেন উস্তাদ
রাসূল থাকতেই ইমাম হলেন
শান বেহতর-
তিনি ‘‘সিদ্দিকে আকবর’’।
খেলাফতের হয়নি খেলাপ
নমণ গুণের ছিলো সভাব
ভাতা বিহীন রাষ্ট্র চালায়
এ কোন প্রেন্সেলর-
তিনি ‘‘সিদ্দিকে আকবর’’।
অধম কী আর বলিব শান
নবী করেন যার গুণগান
সৈয়দ পানে দিবেন একটু
নুরানী নজর-
ওগো ‘‘সিদ্দিকে আকবর’’।
#মহান ২২জমাদিউল আখের উপলক্ষ্যে খলিফাতুর রাসূল (দ.) হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর কদম মোবারকে উৎস্বর্গিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন