★ কে যাও তোমরা মদিনায়★
→মুহাম্মদ সৈয়দুল হক←
কে যাও তোমরা মদিনায় আমার নবীর রওজায়
আমার ত্বরে একটি সালাম দিও নবী মোস্তফায়।
তোমরা সবে হজ্ব করিবে, নেকির পাল্লা ভারি হবে
আমি যে অধম গরীব, লোভ নাই আমার এ সবে
লোভ আমার করে শুধু দেখতে মদিনায়।।
হবে কি আর বামুন হয়ে চাঁদের গায়ে হাত বাড়িয়ে
ইচ্ছে যে বড়ই আমার সালাম দেব রওজায় গিয়ে
পুরিবেরে মনবাঞ্চা দিলে সালাম পৌঁছায়।।
আরবের ঐ মরুর বুকে চলতেন নবী দিকবেদিকে
সেই প্রান্থরের মাটি দেখবে তোমরা আপন চোখে
শুঁকিতে সেই মাটির ঘ্রান বড়ই মন চায়।।
কাবা ঘরে তাওয়াফ শেষে যাবে যখন নবীর দেশে
সালাম দিবে তোমরা আমার নবীর রওজায় বসে
সেই সময় নামটি আমার দিও শোনায়।।
জমা রাখলাম সিন্ধু ভরে, নবীর ত্বরে এই অন্তরে
সৈয়দুল হকের মনব্যথা বলব কখন ইচ্ছে ভরে
শুধিও কখন নিবে ঐ দেশে আমায়।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন