গাউছুল আযম মাইজভান্ডারির কদম মোবারকে উৎসর্গ---
♥প্রেমবাজার♥
__মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~
কেউ দেখে শিরক আবার
কেই দেখে বিদয়াত
কেউবা বলে ভন্ডামি আর
কেউ বলে ইবাদাত।
কেউবা করে হাসি ঠাট্টা
কেউবা আবার মশকরা
কারো চোখে ঈর্ষার আগুন
অপবাদ দেয় মনগড়া।
হক্ব না-হক্বের চিন্তাদ্বারা
বেহক্ব লোকের মুণ্ডুতে
দিন দুপুরে দেয় ফতোয়া
শিরক-বেদাত একসাথে।
কার চোখে কি দেখো ওরে
মাথায় কার বা আসে কি?
আমি দেখি প্রেমের বাজার
প্রেম সকাসু আছে কি?
প্রেমের চোখে প্রেম দেখিবে
আন্ধা চোখে শিরক
পেঁচার চোখে দিন দুপুরে
দেখে কি আর সড়ক?
খোদার ফজল বুঝা সরল
প্রেম থাকিলে মনে
দেখবিরে তুই, তোর ভবিষ্যত
আপন দু-নয়নে।
ভান্ডারি তো ভন্ডামি নয়
ভান্ডার খানা বটে
যাহাই চাইবি পাবি হেথা
চাইলে অকপটে।
আহমদিয়া নাম ধরিয়া
মাঙলে ভিক্ষা তবে
দিন-দুনিয়া ব্রহ্মান্ডের
তুর’ই হবে সবে।
চাইতে জানলে পাবিরে তুই
গুপ্তধন আর প্রিয়রে
কোন সে প্রিয়, চিনতে হবে
অভাগা অ পাগলারে।
না বুঝে তুই আর কতকাল
বইয়ের পাতা উল্টাবি?
কিতাব দাতা থাকতেরে তোর
কিতাব পড়ে লাভটা কি?
যে দিলরে গ্রন্থ তোরে
দোষ খুজিস তার গ্রন্থতেই!
গ্রন্থদাতার চেয়ে কিবা
গ্রন্থখানা হয় শ্রেয়?
আমি হলাম গোলাম তাঁরি
তাঁর কদমেই শির ঠেকাই
শিরক-বেদাত ফতোয়া দিবে
দেখি কে সে কোন ব্যটাই!
মালিক-মুখতার, মুনিব সে যে
সেই যে আমার কান্ডারি
রাখো মোরে গোলাম করি
ওরে দয়াল ভান্ডারি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন