♥♥♥প্রেম কী?♥♥♥
♣মুহাম্মদ সৈয়দুল হক♣
প্রেম কী?
বুঝিনা, জানিনা, বৃথা খোঁজে মরি
চিনিনা, অজানা, কোথা তার বাড়ি!
বেলা কি অবেলা, আজব এক সুরেলা
বাঝে মোর কর্ণে
চিক চিক রোদেলা, কখনো বা সুজলা
সাজে নানা বর্ণে!
হুট করে এসে পরে, মন মাঝে উঁকি মারে
দেয় না ঘন্টা
চট করে মম নিড়ে, দফাদফ গান ছাড়ে
সয় না মনটা।
নাই কথা নাই শিস, ডাকে তবু পিছ পিছ
খুঁজে তবে পাই না
হায় এ কি চাই মন, করে শুধু চন চন
সাথে নানা বায়না।
বেখেয়ালি এ হৃদয়, অখেয়ালে পড়ে রয়
ঘটে যায় কত কি
স্বয়নে আর স্বপনে, হৃদয়ের এই গুঞ্জনে
দেয় নানা সু-উঁকি!
কেউ ভাবে নর-নারী, হলে একি আঁড়াআঁড়ি
তবে তাই প্রেম হয়
কেউ করে বাড়াবাড়ি, প্রেম থেকে ছাড়াছাড়ি
সখাহীন একা রয়।
কত পথে কত জনে, ঐ প্রেমের কারণে
দেয় জান সাথে মান
যাতনা কিরে চেতনা, কিছু যে বুঝে না
প্রেম খুঁজে হয়রান।
বলি আমি পাগল, বুঝিস কেন গরল
প্রেম হল পথ্য
গল্পের নর-নারি, নয় তো প্রেম বাড়ি
প্রেম মহা সত্য।
প্রেম বিনে ধর্মে, কিংবা কোন কর্মে
পূর্ণতা নাহি হয়
প্রেমহীনে সুর নেই, জগতের পরিধেয়
প্রেমেতে গড়া হয়।
প্রেমেতে মজে প্রভু, সৃজিল মহা ভূ
প্রেমনাম মুহাম্মদ (দরুদ)
মহিতে আছে যত, প্রেমেতে সৃজিত
প্রেমময় এ জগৎ।
শুধু কিরে তাই, আছে আরো ভাই
প্রেমের এ গল্প
প্রেমহীন যে জনে, পাথর সে জনে
থাকা চাই অল্প।
তাই কিরে হায় হায়, প্রেম চাই প্রেম চাই
রব উঠে এ মনে
খোঁজে যায় প্রেমকে, হারদম চম্ কে
বুক পটে প্রেমনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন