*বিরহের অনল*
_মুহাম্মদ সৈয়দুল হক
বিরহের অনলে পুড়ে যে হৃদয় হয়েছে ছাই
চন্দ্রের চেয়ে অধিক উজ্জ্বলে জ্বলিছে তাই।
যত পোড়াও তত খাটিই হবে সে যে সোনা
নিঃশেষ হবার নয় সে, নয় তো বালি কণা!
পৃথিবীর আদি অন্থে, যত মহামানব দুর দুরান্থে
পুড়েছে সকলে’ অ সে অনলে, সাধের এ প্রান্থে।
‘সখি ভালবাসা কারে কয়,
সে কি কেবল যাতনা ময়?’
‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি
সে কি মোর অপরাধ?’
মন মাঝি তোর বৈটা নে রে,
আমি আর বইতে পারলাম না!!!!!!!!!
কত বিচিত্র চিত্রে সে পোড়ার কথা পড়েছি
কত প্রান্থহীন প্রান্থরে সে সুর শুনেছি
তবু পাইনি কো কোন গন্ধ,দেখিনি কোন ধোঁয়া
পেয়েছি শুধুই মহাত্নার মহা বন্ধন, মহা মায়া!
দেখেছি জ্বলজ্বল করে জ্বলতে,
দেখেছি আপনাকে সদা বিলাতে;
সবার তরে। সকলের মাঝে তারে
সমভাবে মিশতে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন