♠রাজচোর♠
→→এস হক
অ রে অ চোরের দল, কবে হুঁশ হবে বল
মানুষের টাকা মেরে সজাৎ জোরে
লাফিয়ে লাফিয়ে চল।
ক্ষমতার সিংহাসনে,অতিশয় অতি যতনে
করতেছিস রাজচোরি যে ইচ্ছাভরি
মেরে মেরে জনগনে।
ভাষনের হুঙ্কারে তোর,মজলিস কেঁপে বিভোর
জনতার মন জুড়িয়ে দম ফুরিয়ে
বাহবা নিয়ে ঘুর।
ভাষনের দশভাগ সত্য,দিয়ে সব ভুঁয়া তথ্য
করে সবে মগজ ধোলাই ছাগল বানাই
করে নিস অানুগত্য।
অ রে অ ভদ্র শয়তান,অন্যের করে বুহতান
চালিয়ে আর কতকাল হাতুড়ি সাবাল
দোষ বিনে নিবি জান।
আর কত মুখোশ পরে,চালাবি হিংস্র ভরে
রাজ্যে ধ্বংসযজ্ঞ মেরে সব অজ্ঞ
লুটেপুটে এ দেশটারে।
পাবিনা তোরা রেহাই,জনগণ যদি ক্ষেপে যায়
চোরের দশদিন গেরস্তের একদিন
থাক সেদিনের অপেক্ষায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন