♦রূপনগর♦
-----এস.হক
দেখতে খোদার ঘর
চল তবে যায় রূপনগর।
রূপনগরের রূপের রাজা
আমার বাবা ভান্ডারী
দেখিলে সে রূপের নগর
থাকবে নারে ঘর বাড়ি
সে নগরের পাইলে খুশবো
নিতে থাকবে জীবনভর।
ঐ নগরের নাগরিকরা
শরাব পানে মত্ত রয়
খোদাপ্রেমের শরাব খেয়ে
বেহুশ হয়ে পড়ে রয়
খুঁজি ফিরি দিন কেটে যায়
কোথায় অ সে রূপের বর।
রূপনগরের রূপের খেলা
বুঝতে পারে সাধ্য কার
কাঠমোল্লারা বিলাতে থাকে
ফতোয়ার কালো বাহার
গর্ব খর্ব করিয়া এসে
দেখে যা সে রূপসাগর।
সৈয়দ বলে বিনয় করি
ওহে দয়াল ভান্ডারী
তুমি আমার দিলের কাবা
তুমিই আমার কান্ডারি
রূপ নগরের রূপের খনি
বিলাও মোরে অকাতর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন