পবিত্র মাহে রমজানের অগ্রিম উপহার-
এলো- মাহে রমজান
__মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মাহে রমজান, এলো- মাহে রমজান
রহমতেরি বার্তা নিয়ে
মাগফেরাতের শুভ সংবাদ নিয়ে
এলো এলো ঐ নাজাতের ফরমান।
কত ইবাদত তোমার কত রিয়াজত
রমজানে বান্দার ত্বরে খোদার রহমত
দিবেন আল্লাহ নিজের হাতে রোযার প্রতিদান।
মাহে রমজান, এলো মাহে রমজান।
দীন-দুঃখি আর অনাহারির দুঃখ বুঝিতে
ধনী-গরীব, উঁচু-নিচুর ফারাক কমাতে
দিলেন আল্লাহ্ ধরার বুকে অতুল সমাধান
মাহে রমজান, এলো-মাহে রমজান।
খুলে দেখো বিজ্ঞানীদের ‘বিজ্ঞনামা’ তে
রোগের শেফা আছে বলে- ঐ রোযাতে
আল্লাহ নবীর আদেশেতে আছেরে কল্যাণ
মাহে রমজান, এলো- মাহে রমজান।
খোদার ফজল পেতে যারা অতি আবেগী
সাহরি, নামায, রোযার সাথে করো বন্দেগী
ইফতারি আর খোদার দিদার পাবে প্রতিদান।
মাহে রমজান, এলো-মাহে রমজান।
কিসের এতো বাড়াবাড়ি কিসেরো দ্বন্দ্ব
খোদার নিকট রোযাদারের মুখেরো গন্ধ-
‘মেশক আম্বরে’র চেয়ে অতি মুল্যবান।
মাহে রমজান, এলো- মাহে রমজান।
অগনিত ফেরেস্তারা আসে দিন-রাত
দেখতে কারা খোদার ত্বরে করে ইবাদাত
ঐ ক্বদরে হলো নাযিল পবিত্র কুরআন
মাহে রমজান, এলো- মাহে রমজান।
ওহে মাওলা করো মোদের তাওফিক এনায়ত
রমজানে করতে তোমার সঠিক রিয়াজত
এই সৈয়দের আরজি কবুল কর হে রাহমান
মাহে রমজান, এলো- মাহে রমজান।
[শায়ের ভাইদের দৃষ্টি আকর্ষণঃ ফ্রেন্ডলিস্টে এমন কোন শায়ের কী আছে, যে আমার এ সংগীতটি রেকর্ডিং করবে? সুর আমার নিকট সংরক্ষিত। প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন