★বল ভাই, বলতে কী পারো?★
_____মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~~~~
বল ভাই, বলতে কী পারো?
কোন ক্ষমতায় তুমি হেঁটে যাও একাকি
কার ইশারায় খোলো ঐ বন্ধ আঁখি?
চিন্তা যে কর, ঐ চিন্তায় বা মুলে কী?
বল ভাই, বলতে কী পারো?
কিভাবে বলো কথা দু-ঠোট করে উঁচু-নিচু?
কোথাকার সে আওয়াজ, রহস্য কী তার পিচু?
দু-ফালি দাঁত, সাথে জিহ্বার গঠনে আছে কী?
বল ভাই, জানতে যে চাই-
আঘাত পেয়েছো বলে পায়ের গোড়ায়
আপনা-আপনি হাত দিলে তাতে,
কোন সে ক্ষমতায়?
বলনিতো হাতকে-
আরে যাও, চুলকিয়ে দাও- পিলপিল পিঠে
তবু সে আপনায়, হঠাৎ চলে যায়-
ঠিক সেই ঘাটে!
বল ভাই, শোনতে কী পায় হস্তে?
পেটের ক্ষুধার সে নির্মম কান্না
তবু সে খেতে যায়- করে ঐ রান্না
কোন ক্ষমতায়, বলনা ভাই, চলে এসব খেলা
পাই না খোঁজে, দু-চোখ বুজে, এ রহস্যের লীলা।
বল ভাই, সুধিরে তোমায়-
এক কলে এত চিজ দাও যে ডুকায়
চাল-ডাল, ফলমুল, মাছ-মাংস, যা কিছু খায়
কে ভানে সমানে, করে সব এক মল
বলনারে ভাই, জানতে যে চাই, কোন সে অঙ্ক?
অ্যালগরিদম? শতকরা? নাকি সরল?
বল ভাই, কোন শক্তিবলে-
ফিরে তাকাও শুধিজনে দু-চোখ মেলে?
চোখের ঐ লোকোচুরি, পায়ের- দৌড়াদোড়ি
মুখের ঐ স্বরগিরি, হাতের ঐ নাড়ানাড়ি
কিভাবে হয়? ভেবেছো কী ভাই?
একটু বসে কভূ নিরালায়??????????
তুমি কে? কে তোমার পরিচালক?
নাকি তুমি নিজেই নিজের চালক?
বল ভাই, বলো না আমায়....................
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন