♦গ্রামই আমার সেরা♦
____এস.হক
হায়রে নগর হায়রে শহর
চার দেয়ালে ঘেরা
দালান তলে বন্ধি সবাই
জেল কারাগার ছাড়া।
নাইরে কোথাও মুক্ত বাতাস
নাই একখানা মাঠ
গাড়িন জ্যামে তপ্ত এ
নগর রাস্তাঘাট।
হাটবো কোথায়,ঘুড়বো কোথায়
গল্পের আসর কই
চলতে ফিরতে দূর্ঘটনার
আতঙ্কের মাঝে রই।
গ্রামে আমার নাইতো এসব
নাইরে চিন্তা-ধারা
আছে সেথা বাবার শাসন
মায়ের মমতায় ঘেরা।
এ নগরে নাইরে কোথাও
সবুজ শ্যামল রূপ
আছে শুধু ইট পাথরের
দালানের গ্রুপ।
চোখ জোড়ানো ফসল জমির
মন মাতানো গন্ধ
নাইকো কোথাও এ শহরে
ঝিঁঝিঁ পোকার দ্বন্দ্ব।
হয় না দেখা রাতের আকাশ
চাঁদ ও হাজার তারা
তাইতো আমার গ্রামই প্রিয়
গ্রামই আমার সেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন