★★বর্ণের বড়াই★★
"""""""মুহাম্মদ সৈয়দুল হক
পদ্ম রাণীকে শুধিলাম ওহে মহারাণী
এত ঐশর্য্য তোমার কোথায় পেলে শোনাও সে কাহিণী
সু-মধুর সুঘ্রাণে পাগল কর ভূবন
কি জন্য এত কদর তোমার, কোন সে কারণ?
সহসা উত্তরিল সে হাসিয়া একটুখানি
গুণি আমি গুণবান সেটা ঠিক মানি
তবে কি ভাবিয়া কভূ, ওহে প্রেমের কবি
নাহি যদি থাকিত দূর্গন্ধ
মোর সুঘ্রাণে কি তুমি হইতে অন্ধ?
এত ঐশর্য্য এত সুঘ্রাণ, দূর্গন্ধই তো দিল সবি!
আঁধার আছে বলেই আলোর এত দাম
হায় বিবেক! কেমনে করি আঁধারের বদনাম!
লভিতে পূর্ণিমার আলোভরা রাত
হে কবি! তুমি জেগে থাক নির্ঘাত?
কিন্তু আমাবশ্যার কালো রাত যদি নাহি থাকিত
কেইবা পূর্ণিমার জন্য থাকিত অপেক্ষারত?
তুমি সুশ্রি বলিয়া হিংসেই কি তোমার বুক ফাটে?
অহংকারে কি তোমার মাঝে মাহতাব রটে?
বড় সুন্দর তুমি অতি লাবন্যময়
সৃজিল যে তোমায় কোন সে দয়াময়?
কুশ্রি অতি বিশ্রিও বটে, নয় কি আমি মানুষ?
কোন ঈর্ষার ধুম্রজালে হারালে তুমি হুঁশ?
হে সুশ্রি-সুন্দর গুণময়ী লাবণ্যময় সৃষ্টি
কোন সে গর্বে ছুটিয়া চল মাটিতে না রেখে দৃষ্টি?
সুন্দর তুমি সুশ্রি অতি আল্লাহই তো সৃজিলে
কুশ্রী আমি অসুন্দর বটে,
স্রষ্টা কে আমার দাওনা একটু বলে??
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন