চেতনায় লিয়াকত
-মুহাম্মদ সৈয়দুল হক
তব স্মরণে চেতনা পায় অবচেতন এ মনে
তব প্রেরণায় ঢেউ উঠে হৃদনদে ক্ষণে-ক্ষণে
যখনি সে অবিনাশি ঢেউ হয়ে উঠে জলোচ্ছ্বাস
বাতিলভিত নড়ে হয় নড়বড়ে, চেতনায় এমনি ত্রাস।
তোমার কন্ঠে গরজে উঠি, ঐ দুহাতে ঝাণ্ডা তুলি
বুকে বেঁধে ঐ শহীদি চেতন থেমে ফের সামনে চলি।
ঘাতকের সামনে বুক পাতার অসীম সাহস-বীরত্ব
তুমি না হলে শেখা হতো না সংগ্রামে কি সুখ-মমত্ব!
তুমি শেখালে বীরাদলের কি মহিমা-কি সুবাস
মরে দেখালে মরা-অমর কি তৃপ্তির অবকাশ!
তোমারই চেতনা বুকে ধরে যবে নামি রাজপথে
কিসের এক শকতি আসে আত্মবিশ্বাসের সাথে
দলে যাই যত অনিয়ম শত তাগুতি দলকে
ভেঙ্গে করি চৌচির-খানখান যত অমানিশি বলকে।
লিয়াকত! তুমি হিম্মত!
তোমাতেই বল, শক্তি তোমাতেই, তুমিই উলফত।
চেতনা দিয়ে যাও, লড়তে শেখাও ওগো প্রেমাস্পদ।
মঙ্গলবার, মধ্যাহ্ন
১০এপ্রিল-১৮।
শব্দ ব্যাখ্যা- ত্রাস= ভয়ঙ্কর, ঝাণ্ডা= পতাকা, বীরাদল= বীর+আদল- বীরের বেশ, মরা-অমর= মরেও যাঁরা মরে নি-শহীদ, তাগুতি= শয়তানি, চৌচির= খণ্ড খণ্ড, হিম্মত= শক্তি, উলফত= ভালোবাসা/মুহাব্বত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন