★সেনানী আহ্বান★
__মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~
শুনছিরে ভাই নতুন ধ্বনী
কাঙ্ক্ষা সবার মনে
এগিয়ে যাবে ছাত্রসেনা
নব্য আগমনে।
বহুপথ হলো পাড়ি দেওয়া
সামনে বহু বাকি
ঘুম বাবুকে জাগিয়ে তোল
খোল বন্ধ আঁখি।
পদের আপদ বড় বিপদ
যোগ্য নাহি হলে
অগ্রগতির গতিবৃদ্ধি
সুগম নাহি হলে।
পদ-আমানত রক্ষা করা
সহজ অতি নয়
নেতার নীতি- শুধু যেন
কর্মনীতি হয়।
পদলোভি, সুবিধাভোগী
নেতৃত্ব পেলে
ঐতিহ্য-সংগ্রাম যত
যাবে গঙ্গা জলে।
‘দায়িত্ব’ কাঁদে সওয়ার হওয়া
খোদার নেয়ামত
রক্ষিও ভাই সরল মনে
নবীর আমানত।
দশজনের বাহবা, সাথে
গলে ফুলের মালা
এটাই যেন না করে তোর
মনকে উজ্বালা।
কর্ম হোকরে নেতার ধর্ম
আদর্শ রাসূলের
রুদ্ধ-ময়দান গর্জে উঠোক
গানে সুন্নীয়তের।
যাক এগিয়ে প্রিয় দলটি
যোগ্য নেতার গুণে
নীতির পুঁজার নেতা যেন
পাইগো রণাঙ্গনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন